Monday, November 10, 2025

প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বার্তা

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করেছে সরকার।

গত বুধবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  সরকারি-বেসরকারি বেতন সমান! নতুন কাঠামোর চমকপ্রদ প্রস্তাব

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসিচব (মাধ্যমিক-২) হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-২) দীপায়ন দাস শুভসহ এনটিআরসিএ ও টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানতে চাইলে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠান নিয়োগের বিষয় সভা হয়েছে। আমরা বিষয়টিকে একটি কাঠামোতে নিয়ে আসতে কাজ করছি। খুব অল্প সময়ের ব্যবধানে পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রথম ধাপের নিয়োগ শেষ করার পরিকল্পনা নিয়ে শিগগিরই পরিপত্র জারি করা হতে পারে। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন কীভাবে হবে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে।’

আরও পড়ুনঃ  টাইফয়েড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন বিশেষজ্ঞ!

এর আগে গত রোববার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

আরও পড়ুনঃ  রাজনীতি ছাড়ার ঘোষণা হাসিনার, নৌকার হাল ধরবেন কে!

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সহকারী প্রধানের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ