Sunday, November 9, 2025

সরকারি-বেসরকারি বেতন সমান! নতুন কাঠামোর চমকপ্রদ প্রস্তাব

আরও পড়ুন

রকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের জন্য একই বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সমিতি জানিয়েছে, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিকভাবে সমমানের দেশগুলোর বেতন কাঠামো বিবেচনা করে নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। তারা বিদ্যমান ২০ গ্রেডের বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৪০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ৮০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদানের প্রস্তাবও করেছেন।

আরও পড়ুনঃ  ১৪ বছর পর বাসায় ফিরে প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না আজহার ভাই: সিরাজুল ইসলাম

এছাড়া, বেসরকারি খাতে কর্মরত ভূতত্ত্ববিদসহ অন্যান্য পেশাজীবীদের জন্যও সরকারি চাকরিজীবীদের সমতুল্য বেতন কাঠামো নিশ্চিতের নির্দেশনা দিতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা নিলে তা ক্রয়ক্ষমতা বজায় রাখা, জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং বারবার পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে সহায়ক হবে।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার জাহিদ গণমাধ্যমকে বলেন, “আমরা পার্শ্ববর্তী দেশগুলোর কাঠামো ও বর্তমান বাজারদরের আলোকে সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকার দাবি জানিয়েছি। একই সঙ্গে বেসরকারি খাতের পেশাজীবীদের ক্ষেত্রেও সমান বেতন কাঠামো নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি। আশা করি, কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।”

আরও পড়ুনঃ  দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির

সূত্র: ডেইলি ক্যাম্পাস

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ