Monday, November 10, 2025

সোনার দাম ১ লাখ ১৯ হাজার!

আরও পড়ুন

টানা তিন সপ্তাহের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর ভারতে সোনার বাজারে বড় ধরনের ধস নেমেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ২০ হাজার রুপির নিচে নেমে এসেছে। এই মূল্য হ্রাস আসন্ন বিয়ের মৌসুমে বিক্রি বাড়ানোর নতুন আশা জাগিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। খবর ইকোনমিক টাইমসের।

মঙ্গলবার খুচরা বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৬৪ রুপিতে (৩ শতাংশ জিএসটি ছাড়া)।  দীপাবলির (১৮ অক্টোবর) পর থেকে সোনার দামে মোট ৯ শতাংশ পতন ঘটেছে। দীপাবলির সময় ঐতিহাসিকভাবে প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছিল ১ লাখ ৩০ হাজার ৮৭৪ রুপি, যা ছিল এই সময়ের সর্বোচ্চ মূল্য। 

আরও পড়ুনঃ  প্রতিদিন যে মশলাটি খেলে হার্টে ব্লক হয়ে যাওয়া ধমনি খুলতে পারে—বলছে গবেষণা!

ব্যবসায়ীরা আশা করছেন, এই মূল্য সংশোধন গ্রাহকদের ক্রয়ক্ষমতা বাড়াবে এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বিস্তৃত বিয়ের মৌসুমে জুয়েলারি বিক্রিতে বড় ধরনের উত্থান দেখা যাবে। দাম কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়ছে এবং বিক্রেতারাও মজুত বাড়াতে শুরু করেছেন। 

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা একমত হওয়ায় বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা দুর্বল হয়েছে। এর পাশাপাশি, শক্তিশালী ডলার এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তাও এই দাম কমার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা?’

 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ