25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

১৮তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো সময় এ নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীকাল বুধবার সংস্থাটির বোর্ড সভা রয়েছে। এ সভা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে অগাামীকাল বুধবারই ফল প্রকাশিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে।’

আরও পড়ুনঃ  এক ফোঁটাও তেল পাবে না যুক্তরাষ্ট্র!

জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ