25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

হোয়াটসঅ্যাপে লুকিয়ে আছে ওয়াকি-টকির মতো এক গোপন ফিচার! চালু করবেন যেভাবে

আপনি কি মনে করেন হোয়াটসঅ্যাপের সব ফিচার আপনার জানা? তাহলে প্রস্তুত হোন চমকে যাওয়ার জন্য। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এমন এক গোপন মোড রয়েছে, যা বদলে দিতে পারে আপনার গ্রুপে কথোপকথনের ধরন।

হোয়াটসঅ্যাপের অজানা দুনিয়া

হোয়াটসঅ্যাপ প্রায় নিয়মিতই নতুন ফিচার চালু করে, কিন্তু কিছু ফিচার থাকে ‘লুকানো’ অবস্থায়—যা অনেকেই খুঁজে পান না। এমনই একটি অপশন হলো ‘ওয়াকি-টকি মোড’, যা এখনো অধিকাংশ ব্যবহারকারীর অজানা। তবে যারা একবার ব্যবহার করেছেন, তারা বলছেন—এটি চ্যাট অভিজ্ঞতায় এনে দেয় নতুন মাত্রা।

কী এই ‘ওয়াকি-টকি মোড’?

ওয়াকি-টকি মোড আসলে এক ধরনের রিয়েলটাইম ভয়েস এক্সচেঞ্জ। এটি চালু করলে আপনি বা গ্রুপের অন্য সদস্যরা একে অপরকে সরাসরি ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন—কল করার দরকার নেই, রেকর্ড বাটন চেপে ধরে রাখলেই তা সরাসরি বাজবে, ঠিক যেন বাস্তবের ওয়াকি-টকি।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না

এই ফিচার বিশেষভাবে কাজে আসে পরিবার, বন্ধুদের আড্ডা বা জরুরি পরিকল্পনার গ্রুপে, যেখানে দ্রুত বার্তা আদান-প্রদানের প্রয়োজন হয়।

কীভাবে চালু করবেন এই মোড?

প্রথমেই নিশ্চিত হোন আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (২০২৫ সালের ১১ জুনের আপডেট পর্যন্ত) ইনস্টল করা আছে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

আপনার পছন্দের কোনো গ্রুপ চ্যাট খুলুন।
স্ক্রিনে সাইডওয়ে (ডান বা বামে) সোয়াইপ করুন এবং আঙুল চেপে ধরুন—লাইভ অডিও মোড চালু হয়ে যাবে।
মোড চালু হওয়ার পর একটি বিশেষ আইকন দেখাবে—যা নিশ্চিত করবে ফিচারটি অ্যাকটিভ হয়েছে।
কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে অ্যাপটি রিস্টার্ট করা বা ইন্টারনেট সংযোগ রিফ্রেশ করার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনঃ  প্রশাসন ক্যাডারে প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরহাদ

কী কাজে আসবে এই ফিচার?

ধরা যাক, বন্ধুবান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, বা পরিবারের কারও সঙ্গে জরুরি কিছু আলোচনা চলছে—এমন মুহূর্তে গ্রুপ কল না করেই সবাই একসঙ্গে কথা বলতে পারবেন ওয়াকি-টকি মোডে। এতে কেউ ফোনের সামনে না থাকলেও তাৎক্ষণিক বার্তা পৌঁছে যাবে।

তবে মনে রাখবেন, এই ভয়েস বার্তাগুলো সেভ হয় না—যা মিস করেছেন, তা আর ফিরে পাবেন না। তবে অনেকের মতে, এই ‘অস্থায়িত্ব’-ই এই মোডের বিশেষত্ব।

যোগাযোগের নতুন ধারা

আরও পড়ুনঃ  মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীদের পরিচয় জানালেন নাছির

ওয়াকি-টকি মোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রমাণ করল—তারা শুধু মেসেজিং নয়, যোগাযোগের ধরনই পাল্টে দিতে চায়। গ্রুপে নীরবতা ভাঙতে, দ্রুত পরিকল্পনা করতে বা আগের মতো প্রাণবন্ত চ্যাট ফিরিয়ে আনতে এটি হতে পারে এক নতুন মাত্রার টুল।

তাহলে দেরি কেন? আজই ট্রাই করুন হোয়াটসঅ্যাপের এই গোপন ফিচার!

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ