নোয়াখালী জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর কাছে প্রকাশ্যে চাঁদা দাবি ও তাকে ধর্ষণের হুমকি এবং আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীর কাছ থেকে মোবাইলে টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ার অভিযোগে চলতি বছরের ১৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আজ তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
মঙ্গলবার (৩ জুন) সকালে কেন্দ্রীয় যুবদলের প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তির আদেশে উল্লেখ করা হয়েছে যে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, পেশিশক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নানা রকম অপকর্মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।