25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশ দলে জয়ের সুবাস

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ১১৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের ৬ উইকেট পড়ে গেছে ১০৬ রানেই!

বাকি উইকেট দ্রুত তুলে নিতে পারলে বাংলাদেশ ঐতিহাসিক জয়ের স্বাদ পাবে। শেষ দিনের প্রথম সেশনেই পড়েছে ৫ উইকেট। দিনের আরও দুই সেশন বাকি। পাকিস্তানের লিড হয়েছে ৯ রানের।

আজ রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন দিনের দ্বিতীয় ওভারেই সাফল‍্য উপহার দেন তরুণ পেসার হাসান মাহমুদ। তার বল শান মাসুদের (১৪) ব্যাটের কানা ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়লেও আউট দেননি আম্পায়ার।

আরও পড়ুনঃ  বাতিল হচ্ছে ১৫ আগস্টের ছুটি

এরপর রিভিউ নিয়ে শান মাসুদকে ফেরায় বাংলাদেশ। এরপরই শরীফুল ইসলামের বলে বাবরের কঠিন ক্যাচ ফেলেন লিটন।

জীবন পেলেও বাবর টিকতে পারেননি। ২২ রান করে নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে যান। পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিলকে (০) স্টাম্পড করেন লিটন দাস।

এরপর ৩৩তম ওভারে সাকিবের বলেই সাদমানের তালুবন্দি হন ৩৭ রান করা ওপেনার আব্দুল্লাহ শফিক। ১০৪ রানে নেই ৫ উইকেট। মেহেদি মিরাজের করা পরের ওভারেই ‘গোল্ডেন ডাক’ মারেন আগা সালমান।

আরও পড়ুনঃ  ‘স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম’ বলা সেই ওসিকে আইজিপির চিঠি

এর আগে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৫৬৫ রানের। ১১৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ