25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

মসজিদে ইতিকাফে থাকা মুসুল্লির মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মসজিদে ইতিকাফ অবস্থায় নূর আলম বাবুল (৫০) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নূর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম গত শুক্রবার থেকে ইতিকাফ পালনের উদ্দেশ্য মসজিদে অবস্থান করছিলেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  হাসনাত সারজিসকে শুয়োর বলে চাকরী হারালেন উপস্থাপিকা

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, তিনি এতোদিন সুস্থ ছিলেন। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ