25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

বড় সুখবর! হঠাৎ কমে গেল পেঁয়াজ-আলুর দাম, বাজারে ফিরছে স্বস্তি!

বাজারে আবারও ফিরেছে স্বস্তির হাওয়া! কিছুদিন আগেই হঠাৎ করে বাড়তি দাম যন্ত্রণায় ভোক্তারা যখন দিশেহারা, ঠিক তখনই বড় সুখবর নিয়ে এসেছে পেঁয়াজ-আলু। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। এখন বাজারে এটি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

আরো আশার কথা হলো, রেকর্ড পরিমাণে কমেছে আলুর দাম। বর্তমানে প্রতি কেজি আলু মিলছে মাত্র ১৬ থেকে ২০ টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমন দাম শেষ কবে দেখা গেছে, তা অনেকেই মনে করতে পারছেন না!

আরও পড়ুনঃ  সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে যা বললেন সেনাপ্রধান

চাল যখন অগ্নিমূল্যে, তখন আবারও ফিরে এসেছে পুরনো সেই কথা—”ভাত কম খেয়ে বেশি করে আলু খান”। কারণ এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এত কম দামে আলু বিক্রি হয়নি।

তুলনামূলকভাবে গত বছর এ সময় আলুর দাম ছিল ৪০ টাকারও বেশি, আর এখন সেটা নেমে এসেছে একেবারে অর্ধেকে।

পেঁয়াজের ক্ষেত্রেও চিত্রটা একই। সরবরাহ কম থাকার অজুহাতে দাম বাড়লেও এখন প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে এসেছে। গত বছরের তুলনায় এটি এখন প্রায় অর্ধেক দামে মিলছে।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে না হলে দেশে আর নির্বাচন হবে না: মির্জা আব্বাস

শুধু পেঁয়াজ-আলুই নয়, কমতির দিকে আদা ও রসুনের দামও। সব মিলিয়ে ভোক্তাদের মুখে হাসি ফোটাচ্ছে বাজারের এই স্বস্তিদায়ক পরিবর্তন।

এদিকে, ভোক্তারা আশা করছেন—পেঁয়াজ-আলুর মতো মাছ-মাংসের দামও যেন নিয়ন্ত্রণে আসে। সাধারণ মানুষের জীবনে প্রকৃত স্বস্তি ফেরাতে বাজার ব্যবস্থাপনায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ