25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

প্রধান উপদেষ্টাসহ প্রায় সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে চাই: জ্বালানি উপদেষ্টা

প্রধান উপদেষ্টাসহ প্রায় সবাই সম্ভব হলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে মন্তব্য করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার (১৯ মে) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, কেউ কেউ, জানি না কীসের ভিত্তিতে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। অথচ প্রধান উপদেষ্টা সহ আমরা প্রায় সবাই সম্ভব হলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যেতে চাই। নাহলে জুনের মধ্যে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের মাঝেই হত্যা মামলার আসামি সাকিব নিয়ে যে সিদ্ধান্ত নিলো বিসিবির নতুন সভাপতি

জ্বালানি উপদেষ্টা আরও লেখেন, আমি নিজে উপদেষ্টা জীবন থেকে আমার আগের ব্যক্তি জীবন (চলাফেরার স্বাধীনতা, বই পড়ার, লেখার, পড়ানোর, শৈলান প্রবীণ নিবাসের জন্য কাজ করার, নাতিদের সাথে সময় কাটানোর সুযোগ) কে অনেক বেশি মূল্যবান মনে করি।

সবশেষে তিনি লেখেন, যে দায়িত্বটা গ্রহণ করেছি তা সুচারু ভাবে শেষ করতে চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ