25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’, সক্রিয় থাকবে কতদিন?

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যেই আরেকটি বৃষ্টিবলয়ের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিডব্লিউওটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়।

শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। যা শুরু হতে পারে ২৮ মে এবং ৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় সক্রিয় থাকতে পারে।

আরও পড়ুনঃ  হাসিনা না থাকলে আফগানিস্তান হবে বাংলাদেশ, পশ্চিমাদের জানায় ভারত

দেশের প্রায় সব এলাকায় ‘ঝুমুলের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। এ ছাড়া বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও বেশ প্রভাব পড়বে ঝুমুলের।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি। এতে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক দিন ঝড়-বৃষ্টি বাড়তে পারে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ