25.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার চারজনের পরিচয় প্রকাশ

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়। ইতোমধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।

গ্রেফতারকৃত চারজন হলেন, গাইবান্ধার সাদুল্লাপু্রের ফরহাদ বীন মোশারফ (৩৩), লক্ষীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬)।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান।

আরও পড়ুনঃ  হোয়াটসঅ্যাপে লুকিয়ে আছে ওয়াকি-টকির মতো এক গোপন ফিচার! চালু করবেন যেভাবে

উল্লেখ্য, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ