25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা-মারধর, মোবাইল তল্লাশি

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি মানুষের পরিচয়পত্র, মুঠোফোন তল্লাশি করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সড়কের দুই পাশে কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে। ৩২ নম্বরের আশেপাশের সবগুলো সড়ক ও আশেপাশের এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

আরও পড়ুনঃ  হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরুমানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন চেক করা হচ্ছে। এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে।

বাড়ি ফিরে ব্যবসায়ী দেখলেন— পড়ে আছে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহবাড়ি ফিরে ব্যবসায়ী দেখলেন— পড়ে আছে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ
এসব বিষয়ে ছবি তোলা বা ভিডিও না করতে নিষেধ করছেন ছাত্ররা।

আরও পড়ুনঃ  সেনা প্রধানের সাথে এনসিপির জরুরী মিটিং, মিটিং শেষে যা জানা গেল

এমনকি সংলগ্ন সড়কে বাস থেকে কেউ ছবি তুললে বা ভিডিও করলেও বাস থামিয়ে হেনস্তা করা হচ্ছে। কর্তব্যরত সাংবাদিকদেরও নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থা সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ