25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

জুমার নামাজে ইমামতি করলেন ধর্ম উপদেষ্টা

হালিশহর এ ব্লক জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন ড. আ ফ ম খালিদ হোসেন।
হালিশহর এ ব্লক জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন ড. আ ফ ম খালিদ হোসেন।

দীর্ঘ ষোল বছর ধরে চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লক জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করে আসছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা মনোনীত হবার পর শুক্রবার (২৩ আগস্ট) ওই মসজিদে শেষবারের মতো জুমার নামাজে ইমামতি করেছেন তিনি। বিদায় নিলেন মুসল্লিদের কাছ থেকে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়

জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সেই ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সমূহকে আমি দুর্নীতিমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাব।

আমি আমার মন্ত্রণালয়ের সচিবসহ অন্যদের বলেছি, ‘আমি এক টাকাও ঘুষ খাবো না। মন্ত্রণালয়ের কাউকে এখানে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না’।

নিজেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মন্ত্রী উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্ট আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রাম আসার পর আমি প্রথমে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া গিয়েছি। সেখানে ছাত্র-শিক্ষক সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি ওহাবি, সুন্নি, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান সকলের মন্ত্রী।

আরও পড়ুনঃ  অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচে নেওয়া হলো হাসনাতকে

তিনি বলেন, কতদিন আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবো- তা আমিও জানি না। দেশের মানুষের আকাঙ্খা রয়েছে রাষ্ট্রের কিছু সংস্কারের জন্য। আমরা সেই সংস্কারের কাজে হাত দিয়েছি। আমরা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই।

প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাই। পরিবেশ তৈরি হয়ে গেলেই আমরা নির্বাচন কমিশনকে পূনর্গঠন করে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা করবো। যারাই নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা ফিরে যাব।

জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের কাছ থেকে বিদায় নেন। এ সময় তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, কাউকে সম্মান দেয়ার মালিকও আল্লাহ, অসম্মানিত করার মালিকও আল্লাহ।

আরও পড়ুনঃ  ১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সে দায়িত্ব অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। নিজেকে সৎ রেখে সততা ও দেশ প্রেম নিয়ে কাজ করার চেষ্টা করবো। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ