25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ মিনিটে পরিণতি ভয়াবহ হবে’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা পাঁচদিনে দেশ ছাড়া হয়েছে।

৫ দিনের মাথায় শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে। ভবিষ্যতে বাউফলের মাটিতে ছাত্রশিবির ও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ দিনও লাগবে না, ৫ মিনিটেই আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’ আজ বুধবার বিকেলে পটুয়াখালী বাউফলে জৌতা গ্রামের অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

এ সময় জুলাই আন্দোলনে গুলিতে নিহত হৃদয়ের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইছাহাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সুবাহান।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ