25.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

চুয়েট ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাগরময় আচার্য চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছরের ২৬ জুন গঠিত চুয়েট শাখা ছাত্রলীগের ৩৬ সদস্যের কমিটিতে সভাপতির দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’, সক্রিয় থাকবে কতদিন?

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবদুল করিম প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সাগরময় আচার্যকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ