28.6 C
Dhaka
Sunday, July 6, 2025

কোন প্রাণীর অঙ্গ থেকে কন’ডম তৈরি করা হয়

অজানাকে জানতে কার না ভালো লাগে! সাধারণ জ্ঞানের কোন নির্দিষ্ট সীমা নেই। ভূগোল, ইতিহাস, বিজ্ঞানসহ যেকোনো বিষয়েই আমাদের জ্ঞান প্রদান করে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলি আসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ জানেন সবথেকে গভীরে বসবাসকারী মাছটির নাম কি?
উত্তরঃ জুভেনাইল ফিস (Juvenile fish)।

২) প্রশ্নঃ একটা বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে কতগুণ ভালো দেখতে পায়?
উত্তরঃ বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে ছয়গুণ ভালো দেখতে পারে।

আরও পড়ুনঃ  আজান দিয়ে ১৪ বছর পর কার্যালয় খুলল জামায়াত

৩) প্রশ্নঃ মৃত্যু ছাড়া আর কখন আমাদের হৃদপিণ্ড স্তব্ধ কাজ করা বন্ধ করে দেয়?
উত্তরঃ হাঁচি দেওয়ার সময় কয়েক মিলি সেকেন্ডের জন্য হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যায়।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বিহারে সবচেয়ে বড় পশু মেলা অনুষ্ঠিত হয়।

৫) প্রশ্নঃ ভারত এবং তার কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা সবচেয়ে বড়?
উত্তরঃ ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বড় (৪,১৫৬ কিলোমিটার)।

৬) প্রশ্নঃ বাদুড়ের কোন প্রজাতি মানুষের রক্ত খায়?
উত্তরঃ ভ্যাম্পায়ার ব্যাট (Vampire bat)।

আরও পড়ুনঃ  সেনাসদস্যরা জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে ব্যবস্থা: আইএসপিআর

৭) প্রশ্নঃ আমাদের চোখের কোন অংশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে?
উত্তরঃ চোখের কর্নিয়া (Cornea)।

৮) প্রশ্নঃ মিড ডে মিল প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৯৫ সাল।

৯) প্রশ্নঃ কালবৈশাখীকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ নর্থ ওয়েস্টার (North Wester)।

১০) প্রশ্নঃ জানেন ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে?
উত্তরঃ অতীতে কনডম তৈরি হত ভেড়ার অন্ত্র থেকে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ