25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

কোট চাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা এনামুল হত্যা মামলার আসামী কওসার আলী ওরফে কটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয়। নিহত কওসার আলী ওরফে কটা চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে। নিহত’র স্ত্রী ওজুলা বেগম জানান, বুধবার মধ্যরাতে ৩০/৪০ জন মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এপর তাকে চাঁদপাড়া গ্রামের রেল লাইনের পাশে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: সেনা সদর

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওজুলা খাতুন আরো জানান, কে বা করা তার স্বামীকে নিয়ে খুন করেছে চিনতে পারেননি। দুর্বৃত্তদের মুখ কাপড় দিয়ে বাধা ছিলো। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুববর বুধবার বিকালে জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন মামলাহ য়নি।

এদিকে এলাকাবাসি জানায়, নিহত কওসার আলী ওরফে কটা আওয়ামী লীগ ক্ষমতায় সময় র‌্যাব ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে ঘুমাতে পারতেন না। বিনা কারনে পুূলিশ দিয়ে মানুষকে হয়রানি করতো। একারণে কোন মহল ক্ষুদ্ধ হয়ে এই হত্যাকান্ড ঘটাতে পারে। নিহত কওসার আলী কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল হত্যা মামলার আসামী ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ