জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার এবং বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭১ এবং ২৪ ভিন্ন কিছু নয়। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ এর যে স্পিরিট সেটি পুনরুজ্জীবিত হয়েছে। ৭১ এ আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বলেই ১৫ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম চেপে বসেছিল। যার কারণে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে। আমরা কিন্তু ৭১ এ যে সাম্যের কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই বৈষম্যহীনতার কথাই বলছি।যারা এটাকে মুখোমুখি দাড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ।
বিস্তারিত আসছে…