25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ১০১ সদস্যের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাও. মো. আবুল হোসেন এর সাক্ষরিতে ঝালকাঠি জেলা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব হন কারী মো. নেয়ামত উল্লাহ্। এরপর তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপিয়ে বেড়ায় এলাকায়। অভিযোগ রয়েছে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের।

আরও পড়ুনঃ  জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই: ধর্ম উপদেষ্টা

৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের পরাজয়ের পর খোলস পাল্টে আওয়ামী থেকে বিএনপিতে যোগ দেয় নেয়ামত উল্লাহ। এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে টাকার বিনিময় ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। দল পরিবর্তন করে আসার পরেই জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছে।

বিষয়টি অস্বীকার করে নবগঠিত কমিটির ঝালকাঠি জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কারী মো. নেয়ামত উল্লাহ্ বলেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান নোমানী ঝালকাঠিতে লোক না থাকায় আমাকে মৌখিক ভাবে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন। তিনি প্রচারের জন্য আমার পোস্টার, ব্যানার, ফ্যাসটুন ঝালকাঠি জেলার বিভিন্ন গাছে ও দেয়াল টাঙিয়ে দিয়েছিলো।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

এ বিষয়ে ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, আওয়ামী ওলামা লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি আমাদের জানা ছিলো না। আমাদের কমিটি ঘোষণার পরে আমরা জানতে পারি। তাকে নিয়ে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ