Sunday, November 9, 2025

সারাদেশের জন্য দুঃ’সংবা’দ!…

আরও পড়ুন

দেশজুড়ে গরমের তীব্রতা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে গরম অনুভূত হচ্ছে। ঢাকাতেও কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, গরমের এই তীব্রতা সারাদেশে আরও কয়েকদিন থাকতে পারে।

আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের মতো আজও (সোমবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একইরকম থাকবে। অর্থাৎ গরমের তীব্রতা অব্যাহত থাকবে। তবে, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার কারণে তাপমাত্রা বেড়েছে। লঘুচাপটি মঙ্গলবার সৃষ্টি হতে পারে। এরমধ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। 

আরও পড়ুনঃ  সোহরাওয়ার্দী হলে জয়ী ছাত্রদলের এষা, ভিপি-জিএস শিবির-আধিপত্যবাদবিরোধীদের

তিনি আরও বলেন, সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের উপকূলে এর প্রভাব খুব বেশি পড়বে, তার সম্ভাবনা কম। তবে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কমতে পারে। 

আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

এদিকে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একইসঙ্গে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে এবং আবহাওয়াও সারাদিন শুষ্ক থাকতে পারে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ