Sunday, November 9, 2025

সাবধান: এই নাম্বার থেকে ফোন কল এলে ভুলেও রিসিভ করবেন না!

আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারকারীরা এখন অপরাধীদের প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করেছে, “ভয় ও ভীতি দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে।”

সব আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুঁশিয়ারি: “অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল ধরার ক্ষেত্রে সতর্ক থাকুন।”

এই প্রতারণাটি যতটা সহজ, ঠিক ততটাই ধূর্ত। অপরাধীরা নিজেদের ফেডারেল এজেন্ট বা পুলিশের কর্মকর্তা পরিচয়ে পরিচয় দিয়ে ভয় দেখায় এবং এক পর্যায়ে অর্থ দাবি করে — কখনও গ্রেপ্তার এড়াতে, কখনও আদালতে হাজিরা বা জুরি ডিউটির নামে ভয় দেখিয়ে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরের সেই আনসার সদস্যের আসল পরিচয় জানা গেল

এফবিআই জানিয়েছে, “কারও বিরুদ্ধে আইনশৃঙ্খলা সংস্থার তদন্ত চলছে — এমন বার্তা কেউ পেতে চায় না, আর অপরাধীরা সেটিকেই কাজে লাগায়।”

এমন প্রতারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখা গেছে। তবে সর্বশেষ সতর্কতা এসেছে বস্টন থেকে। সেখানে এফবিআই একটি বিবৃতিতে নাগরিকদের আশ্বস্ত করেছে —“আইনশৃঙ্খলা বাহিনী বা ফেডারেল সংস্থা কখনোই কাউকে ফোন করে গ্রেপ্তারের হুমকি দেয় না বা অর্থ দাবি করে না।”

এই ফোনকলগুলোতে অনেক সময় নকল নম্বর ব্যবহার করা হয়, যাতে দেখে মনে হয় এটি এফবিআই-এর কোনো অফিস থেকে আসছে।

আরও পড়ুনঃ  ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

আপনি কী করবেন?

কখনোই এমন ফোনকলের সাথে যুক্ত হবেন না, উত্তর দেবেন না।

সঙ্গে সঙ্গে কল কেটে দিন।

যদি সন্দেহ হয়, নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বতন্ত্রভাবে ফোন করে যাচাই করে নিন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ