আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ভারতে মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার কলকাতা সংলগ্ন সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। গত কয়েক বছর ধরে তার পরিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে বসবাস করে আসছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার আত্মীয়, চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, গতকাল কনিকা বিশ্বাস কলকাতার হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কলকাতার নিমতলা মহাশ্মশানে। তিনি বলেন, “তার মৃত্যু একটি যুগের অবসান।”
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম নেওয়া কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য হন। ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সংগঠক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তৎকালীন সময়ে সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেই তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
১৯৮৫ সালে তার স্বামী বীরেন রাজ বিশ্বাস মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং মুক্তিযুদ্ধের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে।

