Sunday, November 9, 2025

২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

আরও পড়ুন

আর মাত্র চার মাস পরই মুসলিম উম্মাহর জন্য বরকতময় পবিত্র রমজান মাসের আগমন। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী বছর ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ মধ্যপ্রাচ্যে দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এই কারণে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি নয়, বরং ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

আরও পড়ুনঃ  এ বছর আরও দুটি লম্বা ছুটি

ইব্রাহিম আল-জারওয়ান জানান, আগামী বছর ঈদুল ফিতর হতে পারে ২০ মার্চ, শুক্রবার। তার ভাষায়, “১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথমদিন, আর ২০ মার্চ শাওয়াল মাসের প্রথমদিন অর্থাৎ ঈদুল ফিতর।”

প্রাথমিক হিসেবে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো— যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার ও কুয়েতে রমজানের শুরুতে দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষে ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

আল-আরাবিয়া জানায়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রায়ই নিজেদের উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

আরও পড়ুনঃ  এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে সাধারণত রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ