Monday, November 10, 2025

সোহরাওয়ার্দী হলে জয়ী ছাত্রদলের এষা, ভিপি-জিএস শিবির-আধিপত্যবাদবিরোধীদের

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ (রাকসু) নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৮৯৯ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ৩০০ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৭৩ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৮০ টি ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ  হাঠাৎ জাতীয় নির্বাচন নিয়ে নতুন বার্তা দিলেন: প্রেসসচিব

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ৪৯৫ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৫১৭ টি ভোট পেয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুনঃ  জানা গেল ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী ও সেক্রেটারির পরিচয়

অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ