Sunday, November 9, 2025

ক্যামেরার সামনে চলছে চাকসু নির্বাচনের ভোট

আরও পড়ুন

ক্যামেরার সামনে চলছে চাকসু নির্বাচনের ভোট গণনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন ক্যামেরার সামনে গণনা শুরু হয়। বিরাট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ভোটকেন্দ্রে। ২৬টি পদের জন্য ব্যালটে সিল […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন ক্যামেরার সামনে গণনা শুরু হয়।

বিরাট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ভোটকেন্দ্রে। ২৬টি পদের জন্য ব্যালটে সিল দিতে সময় বেশি লাগায় লম্বা লাইন দেখা যায়, তবে ভোটারের আগ্রহে কোনো ভাটা পড়েনি।

প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন বলেছেন, ‘ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন কেন্দ্র থেকে ব্যালটগুলো পৃথক করে ডিন কার্যালয়ে আনা হচ্ছে এবং সেখানেই গণনা করা হবে।’

আরও পড়ুনঃ  ৪৯তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন।

ভোট গণনার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও সমর্থকরা ফলাফলের দিকে আগ্রহী দৃষ্টি রাখছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে, ছবি সংযুক্ত ভোটার তালিকা থাকার কারণে কোনো ধরনের জাল ভোটের সুযোগ নেই।

নির্বাচনের ফলাফল দুই ধাপে সম্পন্ন হবে এবং ফলাফল ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ