24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা!

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ হচ্ছে আশুরার সরকারি ছুটি। ফলে ৪, ৫ ও ৬ জুলাই একটানা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আজ শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে মহররম মাস। সে অনুযায়ী, ১০ মহররম, অর্থাৎ ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে।

আরও পড়ুনঃ  নির্বাচনে কারা জয়ী হবে, যা বলছে বার্তা সংস্থা এএফপি

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, এবং সেখানেই চাঁদ দেখা যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ