25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীরা সুখবর পেলেন। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুই দিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।

আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (২৬ জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য উত্তীর্ণ করতেন না তিনি!

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে।

পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ