24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ই রা ন ই উ রে নি য়া ম সরিয়ে নিয়েছে এমন কোনো গো য়ে ন্দা তথ্য নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষা করার জন্য ইরান সপ্তাহান্তে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে নেই।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২৬ জুন) হেগসেথ বলেন, ‘আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি যেটি বলে যে, সেখানে (ইউরেনিয়াম) থাকার কথা ছিল না, সরানো হয়েছিল বা অন্য কোথাও ছিল।’

হামলার পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনার মার্কিন বোমা হামলার আগে সম্ভবত ফোর্দো থেকে অস্ত্র-গ্রেডের কাছাকাছি থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হয়েছে। তারা দাবি করেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের নিয়ন্ত্রণের বাইরের এক অজানা স্থানে এগুলো লুকিয়ে রাখা হতে পারে।

আরও পড়ুনঃ  নীরবে শরীরে বাসা বাঁধছে ক্যান্সার! এই ৫টি লক্ষণ দেখলেই সতর্ক হোন!

তারা দাবি করেছেন, ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিতে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ফোর্দর প্রবেশপথের বাইরে যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষা করতে দেখা গেছে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব দাবি অস্বীকার করে বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া একটি প্রাথমিক মূল্যায়নের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার সাফল্যকে অবমূল্যায়ন করছে গণমাধ্যম। এই মূল্যায়নে আস্থা কম।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি পুনর্নির্মাণে বছরের পর বছর সময় লাগবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ