25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, সচিবকে শোকজ

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এক ছাত্রদল নেতা। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই নাটোরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। তারপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। তিনি কক্ষে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  দিল্লির একটি হাসপাতালে কাল রাতেই হাসিনার মৃত্যু! যা জানা গেল

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যাই। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে রাকিব কক্ষে প্রবেশ করেন বলে জানতে পেরেছি।

এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  সেনাপ্রধানের আবেগঘন ভাষণ!

অভিযুক্ত ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন।

জানতে চাইলে অভিযুক্ত বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার বলেন, ‘ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষের মধ্যে যাই। দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ