24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

‘তোমাদের হাতে ১২ ঘণ্টা সময় আছে’ ই স রা য়ে লি গো য়ে ন্দা ও ইরানি জেনারেলের ফোনকল ফাঁ স

ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েলের অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তা ইরানের আইআরজিসি (রেভল্যুশনারি গার্ড) জেনারেলকে সরাসরি ফোন করেন। ওই ফোন কলে পরবর্তী হামলার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘তোমাদের হাতে ১২ ঘন্টা সময় আছে।’ ওয়াশিংটন পোস্টের করা এই প্রতিবেদন্টি নিয়ে বর্তমানে পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।

গত ১৩ জুন ওয়াশিংটন পোস্ট ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রাথমিক হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই একটি ফোনালাপ থেকে অডিওটি সংগ্রহ করে প্রকাশ করে।

গত সোমবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই রেকর্ডিংয়ে একজন অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তাকে ইরানের একজন জেনারেলকে ফার্সি ভাষায় বলতে শোনা যাচ্ছে, ইসরায়েল তাকে হত্যা করার আগে তার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ১২ ঘন্টা সময় আছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

ইসরায়েলি ওই অজ্ঞাত গোয়েন্দাকে ফোন কলে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে ব্যাখ্যা করছি, মনোযোগ দিয়ে শুনো। আমি এমন একটি দেশ থেকে ফোন করছি যে দেশ দুই ঘন্টা আগে বাঘেরি, সালামি, শামখানিকে একে একে নরকে পাঠিয়েছে।’তিনি বলেন, ‘আমি তোমার জন্য কিছু পরামর্শ দিচ্ছি” “আমি তোমাকে এখনই পরামর্শ দিতে পারি, তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পালানোর জন্য ১২ ঘন্টা সময় আছে। অন্যথায়, তুমি এখনই আমাদের তালিকায় আছো। আমরা তোমার নিজের ঘাড়ের শিরার চেয়েও তোমার কাছে। এটা তোমার মাথায় গেঁথে রাখো। ঈশ্বর তোমাকে রক্ষা করুন।’

আরও পড়ুনঃ  এবার ইরানের পক্ষ নিয়েছে ২১ মুসলিম দেশ

তবে ইরানি জেনারেলকে প্রতি উত্তরে তেমন কিছু বলতে শোনা যায়নি। শুধু বলেন, ‘আমার কী করা উচিত? ’

ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, ‘তোমার কাছে ১২ ঘন্টা সময় আছে। একটা ভিডিও বানিয়ে বলতে হবে, আমরা এই সরকার থেকে সরে এসেছি। আর যারা ৪৬ বছর ধরে আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি নই। তারা কেবল হত্যা করেছে, চুরি করেছে, নিয়েছে। তারা কেবল এই দেশের শিশুদের টুকরো টুকরো করেছে।’

ইরানি জেনারেল এই ভিডিও কিভাবে পাঠাবেন জানতে চাইলে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমি তোমাকে একটি টেলিগ্রাম আইডি পাঠাবো। আমি এখনই এসএমএস করব।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত সুসম্পর্ক ছাড়া উপায় নেই: ড. ইউনূস

তুমি এটা কোথায় এসএমএস করবে?- ইরানি জেনারেল তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে তোমার নম্বর আছে। দেখো, আমি তোমাদের বলছি, আমরা তোমাদের সকল নেতাকে আঘাত করেছি, বাতাসে উড়িয়ে দিয়েছি, আমরা তাদের গুঁড়ো করে দিয়েছি। আমি তোমার স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য একটা প্রস্তাব দিতে ফোন করছি।’

তবে, জেনারেল ভিডিওটি তৈরি করেছেন নাকি পাঠিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। এদিকে ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি অনুসারে, তিনি জীবিত এবং এখনও ইরানে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ