25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

সড়ক দুর্ঘটনায় শিবির নেতার মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা জেলা সাথী শাখার কালীগঞ্জ উপজেলার উত্তর সাথী শাখার প্রচার সম্পাদক আকবর হোসেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হোসেন মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে আইসিইউতে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  ‘শনাক্ত করা যায় না’ এমন ক্ষে প ণা স্ত্র দিয়ে ই স রা য়ে লে হা ম লা করেছে ইরান

আকবর হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও কর্মী। তিনি দীর্ঘদিন ধরে সাথী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সর্বশেষ তিনি কালীগঞ্জ থানা সাথী শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাথী শাখা, কালীগঞ্জ উপজেলা শাখা ও উত্তর সাথী শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ