24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

সহসভাপতি গ্রেপ্তার, জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ!

সহসভাপতি রিপনুল হাসানের গ্রেপ্তারে বাজুসের প্রতিবাদ, সারাদেশে জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারকে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা

’ বলে অভিহিত করে এর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বাজুসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহসভাপতির গ্রেপ্তারের ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেন, রিপনুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

আরও পড়ুনঃ  থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহসভাপতির মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ