24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পালন করতে বলা হয়েছে এই উৎসব।

গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও এ দিবসটি উদ্‌যাপনের নির্দেশনা দিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের সব মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।

এতে আরো বলা হয়েছে, জাতীয় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্‌যাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসায় এই উৎসবের আয়োজন করতে হবে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ‘কেবল মাত্র শুরু’, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে: নেতানিয়াহু
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ