25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

জামায়াত নেতাকর্মীদের ভ্রমণের বাস উ ল্টে নি হ ত ৩

রাজশাহীর খড়খড়িতে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় অর্ধশত বাসযাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে।

গত রবিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাস রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েক জামায়াত নেতার কবর জিয়ারত ও কয়েকটি এলাকায় ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন সংঘর্ষে ৩ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  বন্যা নয়, আনসারদের পক্ষ নিয়ে ফেসবুকে জয়ের পোস্ট

স্থানীয় জামায়াত নেতাদের কাছ থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে শিক্ষা সফর ও জিয়ারতে যাচ্ছিলেন। প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েক জামায়াত নেতার কবর জিয়ারতসহ কয়েকটি এলাকা ঘুরে দেখার কথা ছিল। দুই বাসে প্রায় ৯০ জামায়াত নেতাকর্মী ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ