25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

প্রেমিকাকে ডেকে বন্ধুকে নিয়ে ধ*র্ষ*ণচেষ্টা, বিশেষ অ*ঙ্গ কেটে দিলেন তরুণী

নেত্রকোনার পূর্বধলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন এক তরুণী। অভিযোগ, প্রেমিক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় মুহূর্তেই—ধর্ষণচেষ্টার সময় ব্যাগে থাকা ব্লেড দিয়ে প্রেমিক বন্ধুর পুরুষাঙ্গ কেটে দেন ওই তরুণী। সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার রাজধলা বিলের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ঘরে ঘটে ঘটনাটি।

আহত যুবকের নাম পারভেজ হোসেন (২৫)। তিনি পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের বাসিন্দা। ওই তরুণী উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জাহিদ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরণীর। বিকেলে প্রেমিকের ডাকে রাজধলা বিলে দেখা করতে যান তিনি। সেখানেই প্রেমিক জাহিদ ফোনে ডেকে আনে তার বন্ধু পারভেজকে। এরপর তারা দুজনে মিলে ওই তরুণীকে একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায় তারা।

আরও পড়ুনঃ  সালিশ শেষে কেন বড় বোনের স্বামীর ঘরে পাঠানো হলো ছোট বোনকে, যা জানা গেল

ভুক্তভোগী তরুণী জানান, নিজেকে রক্ষা করতেই ব্যাগে থাকা একটি ব্লেড বের করে পারভেজের উপর আঘাত করেন তিনি। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘রোগী পারভেজ হোসেনের পুরুষাঙ্গ মাঝামাঝি অংশ থেকে কেটে গেছে। রক্তক্ষরণ প্রচুর হচ্ছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়েছে।’

আরও পড়ুনঃ  পুলিশে বড় ধরণের রদবদল

স্থানীয়দের কাছে দাবি করেন, ‘আমাকে ওরা জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছিল। আমি বাধা দিলে ওরা আরও আগ্রাসী হয়ে ওঠে। তখন ব্যাগে থাকা ব্লেড দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করি।’

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তরুণীকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুনঃ  নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের পর এবার দশমের আরেকজনকে ঘরে তুললেন প্রধান শিক্ষক

এ বিষয়ে আহত পারভেজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে প্রেমিক জাহিদ পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ