24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ভয়াবহ তথ্য ফাঁসে এবার ফেঁসে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরই মধ্যে নতুন সংকটে ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তের বরাত দিয়ে ইসরায়েলি পত্রিকা হারেৎজ একথা জানিয়েছে।

হারেৎজ জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি। শুধু তাই নয় সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের জোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়েই ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি।

আরও পড়ুনঃ  বড় ধরনের ঝুকির মুখে দেশ, সর্তক করলেন বিশেষজ্ঞরা

৭ অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকেই বিতর্ক হয়েছে। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল, হামাস ৭ অক্টোবরে ১২০০ জনকে হত্যা করেছে। তবে উপযুক্ত প্রমাণের সাথে এটি সাংঘর্ষিক। কেননা হামাসের কাছে কোনো অস্ত্র-সরঞ্জামই এতটা কার্যকর ছিল না যে, এতটা অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে।

হারেৎজ পত্রিকা জানিয়েছে, সেদিন কর্তব্যরত সৈন্য এবং এলাকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ করে যে, ‘হানিবাল নির্দেশিকার’ আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল,

আরও পড়ুনঃ  যে কারণে শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অন্য কথায়, নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্যও তিনি দায়ী।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ