25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

ভারতকে বয়কটের হুমকি শিবিরের

মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ভারতকে বয়কটের হুমকি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তারা ভারতকে বয়কটের এ হুমকি দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের অধিকার হরণ করা হচ্ছে। আমরা দেখেছি, ভারত একের পর এক মুসলিম ও ইসলামী বিদ্বেষী আইন পাস করছে। আপনারা লক্ষ করেছেন, পবিত্র মাহে রমজান মাসে ধর্মীয় উপাসনাগুলো অপবিত্র করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ  ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ্যে এলো

হেলাল উদ্দিন বলেন, আমি ভারতকে বলতে চাই, এই ধরনের ইসলাম ও মুসলিমবিদ্বেষী আইন থেকে অতি দ্রুত বের হয়ে আসা দরকার। অন্যথায়, বিশ্ব মুসলিম, ভারতীয় মুসলিম ও বাংলাদেশের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবে।

আমি মোদিকে বলতে চাই, ‘মুসলিম কার্ড’ ও ‘ইসলাম কার্ড’ নিয়ে খেলবেন না। ভারতের মুসলিমদের সঙ্গে বাংলাদেশের মুসলিমরা হাতে হাত রেখে যে কোনো অন্যায় ও রায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, ভারত মুসলিমদের বিরুদ্ধে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের পাস করেছে। ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা শাসন করেছিল, তখন তারা একটি সম্মিলিত বজায় রেখে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল।

আরও পড়ুনঃ  রাজধানীতে ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা করল বিক্ষুব্ধরা, পুলিশের গাড়ি ভাঙচুর

১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভাগের পর তারা মুসলামদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। সেখানে তারা লক্ষাধিক মুসলামিকে হত্যা এবং তাদের তাদের ঘরবাড়ি থাকে বিতাড়িত করেছে। যদি ভারত তাদের মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে না আসে, তবে বিশ্বের মুসলিম ও বিশ্বের মানুষ ভারতকে বয়কট করবে। আমরা ভারতের অনুরোধ জানাবো, আপনারা আপনাদের এই বিল থেকে সরে আসবেন।

ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ওয়াকফ বিল পাসের নিন্দা জানান ও ১৯৪৭ খ্রিস্টাব্দের পর থেকে ভারতে মুসলিমদের বিরুদ্ধে হওয়া সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নিন্দা জানান। এ সময় তিনি ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের সহযোগিতার কামনা করেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ