জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা নামে স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক দেওয়া ছিল। ২৪ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। ভারতীয় আগ্রাসনমুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
বুধবার (২৬ মার্চ) সকালে পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ’৭১ এর প্রেরণায় ২৪ এর বিপ্লব, স্বাধীনতা রক্ষা করো শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আমি ৭১ এবং ২৪ এর সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। যেই স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যেকোনও মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে। নতুবা ভারতীয় চাণক্য নীতির নীলনকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও গ্রাস করবে। তাই সবাই মিলে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ প্রমুখ।