25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

সরি, আর চুপ থাকতে পারলাম না: হান্নান মাসুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, এ দুই নেতার মধ্যে একজন মিথ্যা বলছেন।

আজ রোববার (১৭ মার্চ) ফেসবুকে এক পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর দেওয়া আগের এক পোস্টের কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সারজিস আলমের ওই পোস্টের মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে হান্নান মাসুদ লেখেন, ‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি—দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন

তিনি আরও লেখেন, ‘দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও আপনারা ব্যক্তিগতভাবে যেভাবে বিচরণ করছেন এবং তা প্রকাশ্যে এনে এনসিপিকে বিতর্কিত করছেন, তা গ্রহণযোগ্য নয়।’

এনসিপির জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসুদ আরও লেখেন, ‘মানুষ যখন এনসিপিকে নিয়ে স্বপ্ন বুনছে, তখন দলকে বিতর্কিত করার এজেন্ডা কার? সরি, আর চুপ থাকতে পারলাম না।’

এর আগে, আজ রবিবার (১৭ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে সারজিস আলম জানান, ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল। তিনি হাসনাত আবদুল্লাহর আগের বক্তব্যের কিছু অংশের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। সেই সঙ্গে ওই বৈঠকের বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলেও মত দেন তিনি।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ