25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

জবানবন্দি নিতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীকে পুলিশের ধর্ষণ

ভারতের রাজস্থানের হোটেলে জবানবন্দি রেকর্ডের অজুহাতে অন্তঃসত্ত্বা নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, প্রতিবেশীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে ভুক্তভোগী নারীর স্বামী স্থানীয় থানায় শুক্রবার একটি অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ওই ব্যক্তির স্ত্রী এবং তিন বছরের সন্তানকে জবানবন্দি রেকর্ড করার নামে কনস্টেবল একটি হোটেলে নিয়ে যান বলে অভিযোগ।

নির্যাতিতার স্বামীর অভিযোগ, সেখানেই ওই কনস্টেবল তার স্ত্রীকে ধর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  গরম কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস!

জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) বিনোদ শর্মা জানান, শনিবার রাতেই নির্যাতিতার স্বামী থানায় ধর্ষণের অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

এসিপি জানান, শনিবার নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযুক্ত কনস্টেবল নির্যাতিতার বাড়িতে ফোন করেন এবং জবানবন্দি রেকর্ডের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গায় দেখা করতে বলেন। এরপরে একটি বাইকে চাপিয়ে নারী এবং তার সন্তানকে ওই হোটেলে নিয়ে যান কনস্টেবল। হোটেলের রিসেপশনে ওই কনস্টেবল নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেন।

আরও পড়ুনঃ  কোট চাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

পাশাপাশি হোটেল কর্মীদের বলেন যে নারীটি অসুস্থ এবং তাকে পোশাক পরিবর্তন করতে হবে। হোটেল রুমে ঢুকে ওই কনস্টেবল নারীকে চড় মেরে, গামছা দিয়ে চেপে ধরে জোর ধর্ষণ করেন।

পরিবারের অভিযোগ, ঘটনার কথা জানাজানি হলে ওই নারীর স্বামীকে জেলে পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।

পরে শনিবার রাতের নারীর স্বামীর অভিযোগের পর রবিবার সকালেই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সাঙ্গান থানায় কর্মরত ছিলেন।

পাশাপাশি ওই নারীকে ধর্ষণের অভিযোগ যাচাই করার জন্য তার ডাক্তারি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ