24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

নির্বাচনের তপশিল ঘোষণার সময় জানালেন সিইসি

আগামী অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের শিডিউল (তপশিল) ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন।

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

আরও পড়ুনঃ  জোর করে দাবি পূরণের প্রবণতা থেকে বেরিয়ে আসুন : ড. ইউনূস

নাসির উদ্দীন বলেন, আমাদের টাইমলাইন হচ্ছে ডিসেম্বর; এটা মাথায় রেখেই আমরা কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা ব্রিটিশ হাইকমিশনারের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। আমাদের কী ধরনের সহযোগিতা লাগবে, সেটা তারা জানতে চেয়েছেন।

আরও পড়ুনঃ  জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

তিনি আরও বলেন, তারা জানতে এসেছিলেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়।

বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন; আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি, জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করব।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ