25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগেই বিনামূল্যের পাঠ্যবই নীলক্ষেতে

শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগেই ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই রাজধানীর নীলক্ষেতে বিক্রি হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি) নীলক্ষেতের বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এসব লাইব্রেরির মালিককে জরিমানা করা হয়।

বুধবার দুপুরে গোয়েন্দা সংস্থার সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নীলক্ষেতে গিয়ে অভিযান চালায়। এ সময় কয়েকটি লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যায়। চায়না বুক হাউজ, মিজি বুক হাউজ, বইয়ের দেশ-২ এবং মামুন বুক হাউজসহ কয়েকটি লাইব্রেরি থেকে বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব দোকানের মালকিদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার তারিখ জানালেন সরকার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছিলেন, অসৎ প্রেস মালিকরা এই কাজ করছে, গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ