24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, রোববার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তৃষা বিশ্বাস নামে ২২ বছর বয়সী ওই নারী কনস্টেবল মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল বলেন, “তৃষা ২০২৩ সালের ৯ নভেম্বর চাকরিতে যোগ দেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমরা তার একটি প্রেসক্রিপশন পেয়েছি।

আরও পড়ুনঃ  হিরো আলমের নতুন সিনেমা নাম ‘আরাফাতের চার বউ’

“সেখানে উল্লেখ আছে, তৃষা গত বছরের ২৩ অক্টোবর ঢাকায় একজন মানসিক ডাক্তার দেখিয়েছিলেন। তখন তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলা হয়েছিল।”

তৃষার রুমের সহকর্মীদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কয়েকদিন আগেও ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

“তৃষার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছলে সব আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তৃষার দাদু (মায়ের মামা) কালী দাস সোমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই ভাই বোনের মধ্যে তৃষা বড়। কয়েক দিন ধরে সে জ্বরে ভুগছিল।

আরও পড়ুনঃ  আমি এখনো ভোটে দাঁড়ালে জয়ী হবো: সাকিব

এর আগে তৃষার কোনো অসুস্থতা ছিল না বলে তার দাদুর ভাষ্য।

কালী দাস বলেন, সকালে ভিডিও কল করে বাড়িতে মায়ের সঙ্গে কথা বলছে তৃষা। এরপরই পটুয়াখালী থেকে খবর দেওয়া হয়, তৃষা আত্মহত্যা করেছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ