ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। কথার লড়াই, সীমান্তে উত্তেজনা—সবই যেন নিয়মিত চিত্র। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক মন্তব্য এই চিরাচরিত বিরোধকে আরও উত্তপ্ত করে তুলেছে।
জেনারেল দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের “এপিসেন্টার” হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, জম্মু ও কাশ্মীরে চলমান সহিংসতা পাকিস্তানের মদতে পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, গত বছর ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত জঙ্গিদের ৬০ শতাংশই ছিল পাকিস্তানি নাগরিক।
পাকিস্তান এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই মন্তব্যকে “সম্পূর্ণ ভিত্তিহীন” এবং “ভারতের ব্যর্থতা ঢাকার কৌশল” বলে উল্লেখ করেছে।