24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

আর খেলা হবে না এবার শুধুই ইবাদত

পৃথিবীর ইতিহাসে এই সরকার এক নজির সৃস্টি করেছে, সরকার পালিয়ে যাওয়ার পরে মসজিদের ইমাম থেকে শুরু করে পালিয়ে যায় নেতারাও। যারা পালাতে পারে নি তারা হয় জেলে,না হয় ইদুরের মতো গর্তে লুকিয়েছে। অথছ সরকার পতনের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন আওয়ামী নেতারা। যাদের মধ্যে একজন নারায়নগঞ্জের গডফাদার শামিম উসমান।

ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যেই তার অপকর্মের কথা দম্ভ করে বলতেন। নিজেকে তিনি একজন সৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করেন তিনি। তিনি বলেন ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি।দুবেলা কোরআন শরিফ পড়ি। তবে সবচেয়ে বেশী আলোচনায় আসে খেলা হবে মন্তব্যটি।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বইয়ে ‘মাইনাস সাদিক কায়েম’, নেট দুনিয়ায় বিতর্কের ঝড়

তিনি কোন দেশে পালিয়ে গিয়েছেন এমন সঠিক তথ্য নেই। তবে গতবছর ৬ সেপ্টেম্বর দিল্লিতে আকাশ হক নামক বাংলাদেশি শিক্ষার্থী নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে তাকে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হোক জানান ৯:০৫ মিনিটে তার একটি ছবি তুলেছেন।

সম্প্রতি তাকে ইসলামী পোষাকে মসজিদের একটি ছবি ভাইরাল হয়েছে।মাথায় পাগড়ী পরনে জুব্বা, তবে ছবিটি কোথাকার বা কোন দেশের তার স্পষ্ট নয়।তবে ধারনা করা হচ্ছে মধ্যপ্রাচ্ছের কোন একটি দেশে অবস্থান করছেন আওয়ামী এই প্রভাবশালী নেতা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ