25 C
Dhaka
Wednesday, July 9, 2025

ছাত্রলীগ-যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতারা, তদবিরেও মেলেনি মুক্তি

টাঙ্গাইলে পুলিশের হাতে আটক ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে ছাড়াতে থানায় তদবীর করতে যান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাদের দাবি, আটক হওয়া ব্যক্তিরা আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে জামায়াতে যোগ দেন।

তবে, জামায়াত নেতাদের তদবীরেও দু’জনকে থানা থেকে ছাড়েনি পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হয়।

ঘটনার বিশ্লেষণে জানা গেছে, টাঙ্গাইল শহর থেকে মানিক বাবু ও ইসমাইল নামে দুই যু্বককে আটক করে পুলিশ। যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবেই পরিচিত তারা। তবে তাদেরকে আটক করে থানায় নেয়ার পর রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। আটককৃতদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা সক্রিয় ছিলেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ভারতীয় পুলিশ সদস্য আটক

এক পর্যায়ে থানায় যান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তারা দাবি করেন, আটক মানিক ও ইসমাইল এক সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দু’জনকে ছেড়ে দিতে তদবীর করেন জামায়াত নেতারা। তবে কাজ হয়নি তদবিরে, পুলিশ তাদেরকে আদালতে পাঠায়।

এ বিষয়ে জামায়াতের স্থানীয় এক নেতা বলেন, ২০২৩ সালে এই দুজন আমাদের সংগঠনের কর্মী হিসেবে অগ্রগতি লাভ করে। এজন্য তাদেরকে আমরা জামায়াতের কর্মী হিসেবে দাবি করেছি। ছাত্রলীগ ও যুবলীগের বিষয়ে জিজ্ঞেস করা হলে বলা হয়, যেকোনো অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ততা থাকতেই পারে। যেমন আমাদের আমির ডা. শফিকুল ইসলামও একসময় বাম রাজনীতি করতেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ