24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

মানুষ বাঁচলে ক্ষতি পুষিয়ে নেব, পানির হিসাবও বুঝে নেব : সাফা কবির

ভারত থেকে আসা পানি ও টানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়া। মূল্যবান জিনিসপত্রসহ বসতবাড়ির ভিটেমাটিও ভেসে গেছে অনেকের। সবমিলে বিপর্যস্ত জনজীবন।

এ করুণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধার কার্যক্রমসহ ত্রাণ বিতরণে ব্যস্ত সময় পার করছে। আবার অন্যসব অঞ্চলের মানুষও এগিয়ে আসছেন বন্যার্তদের সহায়তায়।

এদিকে সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন অনেক শোবিজ ও সংগীত ইন্ডাস্ট্রির তারকারাও। এদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বন্যার্তদের রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  অসুস্থ মাকে দেখতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য

সাফা কবির লিখেছেন, ‘মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে, সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায়-গণ্ডায় আদায় করা হবে।

শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে। কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার।’

‘এই মানুষগুলোই দেশ গড়বে। চলেন আরেকবার সাড়া দেই দেশের ছাত্র-জনতা, বুদ্ধিজীবী, উপদেষ্টা, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ ও সব সাধারণ মানুষ, আমরা যুদ্ধ করতে জানি।

আরও পড়ুনঃ  ১৫ আগস্টের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা

হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে, হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সব ধরনের সহযোগিতা তৈরি করে ঝাপিয়ে পড়ি, যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।’

সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর “১০২”। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর “০২২২৩৩৫৫৫৫৫”।

মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর “০১৭১৩-০৩৮১৮১”। এছাড়া জাতীয় জরুরি সেবা “৯৯৯”-এ ফোন করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেয়া যাবে।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ