25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

সড়কে পড়ে ছিল ইয়াছিনের নিথর দেহ, সবাই ব্যস্ত ভিডিওতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইয়াছিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তার দেহ সড়কে পড়ে থাকলেও আশপাশের লোকজন তখন ব্যস্ত ছিলেন ছবি তুলতে ও ভিডিও করতে।

নিহত ইয়াছিন ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর পাগলীর কুল হরবাতলী গ্রামের আমিন মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন কর্মসূত্রে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। বৃহস্পতিবার সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলরত অবস্থায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  তরুণীর লোভ দেখিয়ে কলকাতায় নিয়ে খুন করা হয় এমপি আনারকে : ভারতের গণমাধ্যম

নিহতের স্বজন তামজিদ হোসাইন রোহান বলেন, দুর্ঘটনার পর ইয়াছিন সড়কে পড়ে থাকলেও আশপাশের লোকজন তখন ব্যস্ত ছিলেন ছবি তুলতে ও ভিডিও করতে। একজন মানুষও তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে আসেনি। হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চিথলিয়ার ইউপি সদস্য পেয়ার আহম্মদ বলেন, পরিবারে চার ভাইয়ের মধ্যে ইয়াছিন সবার ছোট ছিল। ছেলে হিসেবে অনেক ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বিকেল ৪টায় বাড়ির পাশে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  যেদিন থেকে বৃষ্টি বাড়বে!

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ