24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

কুরআনের হাফেজ, তাই বিসিএস এ প্রথম হয়েও চাকরি হলো না!

আমার ছেলে বিল মারুফ, শিশুকাল থেকেই ওর মেধা অতি ক্ষুরধার। ওকে একই সাথে হাফিজ মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছি, এতে করে সে কুরআনের হাফেজ, পাশাপাশি বৃত্তিসহ SSC, HSC তে গোল্ডেন এ প্লাস এবং বুয়েটে ৪২ তম মেধাক্রমে চান্স পেয়েছিলো।

বুয়েট থেকে কৃতিত্বের সাথে পাস করার পর PDB পাওয়ার প্ল্যান্টে ইন্জিনিয়ার পদে চাকুরী হয়। এটা শুনে আমি বলেছিলাম ঠিক আছে তুই তাহলে PDB তে জয়েন কর। তার পাশাপাশি BCS এর জন্য প্রস্তুতি নে। চাকুরির পাশাপাশি অনেক কষ্ট করে পড়ত আমার ছেলে BCS এর জন্য। আমি ফোন দিয়ে খোঁজ নিতাম বাবা ঠিকমত খাওয়া দাওয়া করছিস তো , কুরআন পড়েছিস, BCS এর পড়া হচ্ছে এসব আর কি।

আরও পড়ুনঃ  ভারত থেকে যেখানে যাবেন শেখ হাসিনা

ও বলত মা BCS আমার হবে না, অনেক পড়া আমি পারব না। আমি বলতাম পারবি বাবা একটু চেষ্টা কর ইনশাআল্লাহ্, তুই প্রথম বারেই চান্স পাবি। যেভাবে একই সাথে মেডিকেলে, বুয়েটে, ঢাবিতে চান্স পেয়েছিলি ঠিক সেভাবে BCS এও তোর হয়ে যাবে।

আল্লাহর রহমতে আমার ছেলে তার প্রথম BCS এ প্রিলিতে রিটেনে ও ভাইবাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে । ওর BCS এর রেজাল্ট পেয়ে আমাকে ফোন করল, মা আমি পররাষ্ট্র কাডারে প্রথম হয়েছি, আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলেছি। ফোনের ওপারে ছেলে কাঁদে এপারে আমি, দুই মা ছেলে প্রায় ৫ মিনিট কেঁদেছি। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া নফল নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের এই খুশির খবর জানিয়েছিলাম।

আরও পড়ুনঃ  ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে

এরই মধ্যে প্রায় ৩/৪ মাস কেটে গেল। সেই BCS এর গেজেট প্রকাশ হল । পররাষ্ট্র কাডারে ২৫ জন ছিল। ১ম বিল মারুফ বিন বারিক বাদ দিয়ে বাঁকি ২৪ জনকে গেজেট দেয়া হল। শুরু হল বিল মারুফের মায়ের আনন্দ অস্রু থেকে বেদনাশ্রু । স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রানালয়ে অনেক ধরনা ধরে কোন কাজ হয়নি। কোর্টে রিট করেও কোন ফল হয়নি। আজ ১৪ আগস্ট ২০২৪ আমার ছেলে সেই গেজেট ফিরে পেল আলহামদুলিল্লাহ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ফাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে বাংলা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে । নব নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হাতে নিয়ে পঁচে যাওয়া দেশটাকে পরিষ্কার করতে পরবেন ইনশাআল্লাহ্। আল্লাহ আমাদের বাংলাদেশকে রহম করুন। হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ রেখে চল সবাই আমরা একসাথে দেশ গড়ি। সকলের অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচারের দেশ হোক আমার বাংলাদেশ।

আরও পড়ুনঃ  জুমার নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০

– বিল মারুফ বিন বারিক, বুয়েট এলাম্নাই (ইইই’ ০৯) এর মা

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ